তুমি এলে, যখন বাইড়ে বৃষ্টি থেমে
দিয়ে গেছে মাটির সোঁদা গন্ধ,
আকাশ তার বুক থেকে নামিয়ে
দিয়েছে সুর্য,
এক টুকরো তৃণ মুখে মা পাখিটা
ফিরছে নীড়ে,
আদো আদো কথা শেখা বাচ্চাটা
ডানা ঝাপটাচ্ছে পরম সুখে,
আমার ঘরে যখন মেয়েটা শুয়ে গেছে
এক পেকেট চিপস না পেয়ে ;
তুমি এলে, সারাদিনের ক্লান্তি জড়িয়ে
দেহটাকে টেনে টুনে বিছানায় রেখে
আগামী দিনের সতেজতার পুনরোদ্ধারের
পুনর্নবীকরন গল্প শোনাতে,
একাকীত্বের বিগত ঘন্টা দশেকের মতোই
নীরব আরও কিছুক্ষন আমাকে দিতে,
সব ভুলে বিগ বাজারের সচ্ছলতার কথা মনে করে
ধবধবে সাদা চাদরের জ্যোতি মাখা
শেম্পু করা চুলের অরণ্য বেয়ে
ফেইস ওয়াশের গন্ধ মাখানো পূর্ণিমা রাতের পরে
পৃথিবীর পাহাড় সমতল গিরিখাত ধরে
সঙ্গী হারা একাকী পথে চলার ছন্দে
তাল কাটে ভিনদেশী কালচারের গন্ধে,
দ্বন্দের সীমারেখায়
তোমার নাক ডাকা নিবির নিদ্রাচ্ছন্নতা
আমাকে নির্জীব করে দিয়ে রাত জাগায় ।