নদী বুজি আপন ইচ্ছায় সমূদ্রে ধায়
বিনা তর্কে এমন কথা মানা বড় দায়,
কল কল সুর যদি জল রাশির হয়
স্রোতধারা কি তবে জোয়ার ভাটার নয় ?
নদীর বুকে তরী বায় মাঝি পাল তুলি
অশ্রুতে আকুল অভাগী করে অন্তর্জলি,
কূল ধ্বসে বানের তোড়ে উথলায় জল
বান ভাসি লাশ বয়ে চলে নদী নির্ম্মল,
গ্রীষ্ম শুকায়ে মারে বারে বারে চিরদিন
তবু যৌবনে বর্ষার বাহার অমলিন,
নোনা জল চিরন্তন মিঠা স্বাদের তরে
উর্মিল বারিধি বুকে টানি লয় আদরে,
নদী বহমান নিয়ত পার্থিব বিধানে
নহে নদী আপনার, না চলে আপনে ।।