লাল পলাশের ফাগুন দিনের আগুন ঝরা রোদ
  কাল বিকেলের মুষল ধারার বৃষ্টির বুদ্ বুদ্
        আবেগে মন একাকার
         নিশ্চল নীরব নির্বোদ ।
হেমন্তের ঐ সোনালী মাঠ পাকা ধানের ঝংকার
নীলাম্বরে সাদা মেঘের ভেলা শরতের অহ্ংকার
          কাশফুল কচুরীপানা
          জাগায় সম উন্মাদনা ।
তোমার সংস্পর্শ কিংবা জৈব জাগতিক বিরহ
আমার কাছে এখন দুটোই সমান যন্ত্রনার দুঃসহ ।।