ঐ বাবু ? বলি হুনছেন ?
কাইল তো খুব মাইকে কইছেন
আমগরে কাপড় দিবেন !
হাইঞ্জা থাইক্যা দাড়াই রইছি
অহন রাইত দশটা,
ঘড়ত জানি কূপি নিব্বা গেছে ।
আপনের মন্ত্রী আইলে আইব
না আইলে নাই,
হেতিরে দেখলে কি আ'র পেট ভইরব ?
গত্তবারঅ কাপড় দিবেই কঈ
আমগ হগলত্তেরে ডাইক্যা আনি
এমেলের হাতত্  থাকি ক'ডা কাপড় দি
কইছিলা দশমীর দিন দিবাইন,
অহন ত আবার মাই আইগেছইন
নতুন কাপড় পরি
তোমগ শখের ছনের ডেরাত
হাই পোলা মাইয়া নৌকা ভরি ;
অহন কাপড় দিবাইন তো দও বাবা
নাইলে ঘর গি হুতি ।
বছর বছর তোমাগ এই নাটক আর
ভাল লাগে না,
আমগরে দিবা কঈ মানুষের ত্তন আনি
টেহা পইসায় ফ্যান্ডল বানাও
বাত্তি জালাও ষোল আনা,
হারা বছর এই কয়ডা কাপড়
আমডা পিন্দা দিন কাডাই,
আমডারে দিতে তোমডার
এত দুঃখ ক্যা ?


(আজকে নিজের চোখে দেখা একটি সত্য ঘটনার ঊপরে লেখা এই কবিতাটি, ত্রিপুরার চা বাগানের শ্রমিকদের ব্যবহৃত আঞ্চলিক ভাষায় লেখা)