আমি এক আলোকবর্ষ পরে
জন্ম নেব আবার পৃথিবীতে,
দেখতে তোমায়, তোমাদিগকে ;
কেমন করে ঘুড়ছে জগৎ
কেমন সুর্য মহাকাশে !
হাসবে জানি মনে মনে
আমার আজব ভাবনা দেখে,
কালের টানে যাবে সবাই
পাবো কোথায় তোমাকে, তোমাদিগকে (!) ।
তোমার ঐ লাল টিপের ফোটা কপালে
গভীর শ্বাসের সঞ্চলন ঐ আঁচল ঢাকা বুকে,
কাজল কালো চোখের বাঁকে নির্গূঢ় চাহন
দেখতে আমি আসব আবার সবার চোখে চোখে ।
আসব আবেগ দেখতে মেপে কতটুকু দৃঢ়
জীবন মরণ পণ কতটুক চলে চিরন্তন ।