তুমি যেন ফাইভ ডি প্রযুক্তির সিনেমার নায়িকা,
ছুঁয়ে দেখি খেলা করি বালুচরে
বৃষ্টিতে স্নাত হই , ঝর্ণাধারার অবগাহনে
মিশে যাই দুজন দুজনে ;
ষড়ঙ্গ সৌন্দর্য্য মহিমায় আবেগ উথলায়
আনন্দপ্রভব রসে লুটোপুটি খাই,
আলাদিনের চেরাগ বাতির দানবিক আঞ্জামে
শূন্যাকাশে মেঘের ভেলায় কুন্তল উড়ায়ে
বাহুবন্ধনের কষ্টকল্পিত স্বর্গপথে
বার বার মথিত হই ; অথচ
চোখ মেলে হাত বাড়ায়ে
অস্ত্বিত্বের ঘেরাটোপে তোমায় খুঁজে পাই না ;
তুমি মানবী না অতি মানবী (!)
জিঘাংসার কাছে তোমার ছল চাতুরী
আর অত্যাধুনিক প্রযুক্তির মারপ্যাঁচে
বড় অসহায় ভাবে চঞ্চলা হরিণ শাবকের
করূন নিষ্পাপ সরল দৃষ্টির কথা মনে পরে ;
সেই কবে দেখেছিলাম অভয়ারণ্যে ।