আড়াই হাজার বছর ধরে ঘুড়ছে যেমন পৃথিবী,
না ; তা বোধহয় ঠিক হলনা,
কেননা গ্যলিলিও এত আগে এ কথাটি বলেনি ;
তা তো বটে, তা তো বটে, সে তো ভাবা হয়নি !
তার আগে তো পৃথিবীটা অমন করে ঘুড়েনি !
বরঞ্চ ঘুড়েছিল সুর্যটা, যেমনটা ভাবে ঘরনি ।
সে যাহোক, মানুষের চরিত্রটা এতটুকু পাল্টায় নি,
ভালবাসা আজও চলে, চলে বেইমানী ;
মিছেই শুধু বলে 'মেটায় আদিম লালসা,
এখন যে সম্ভোগ চলে তবে 'হবে কি তা !
সে যুগেও পশু মানব ভেদ ছিল না খুব একটা
এ যুগেও তেমন কিন্তু ভেদ খুঁজে আর পাই না,
মিছেমিছি কলঙ্কের ভার চাপায় অন্যের ঘাড়ে
অমানবিক সেই তো ভাল, পাশবিক কেন তবে !