সযতনে পুঁতে রাখা আমার হৃদয় খানা
এতদিনে নিশ্চয়ই হয়ে গেছে জীবাশ্ম
অথবা জ্বলে পুড়ে ছারখার ভষ্ম ।
সেই কবে ছেলে বেলা খেলার ছলে অবেলা
নদী তীরে বালু চরে করলে স্থাপিত
স্থপতির প্রতীক্ষায় প্রতিনিয়ত ;
জোয়ার ভাটার টানে টানে ডুবোডুবি খেলা
জলজ পবিত্রতায় অবুঝ পাপপূণ্যে
নিংড়ে হৃদয়টারে করে শূণ্য ;
সুমিষ্ট হাসির প্রবোধদানে বিদায় বেলা
কথা দিয়ে নিজ হাতে খনিত গর্তে
স্থাপিত হৃদয় খানা যে আজ সমাধিস্থ ;
লগনের নদীর জলে যৌবন যদিও অস্তমিত
ফিরে আসার প্রতিজ্ঞা তোমার কিন্তু অপহৃত ,
জীবাশ্ম হৃদয় আমার পুড়ে ছারখার ভষ্ম ।