রাত এখন দুটো কি আড়াইটে হবে
ঘুমানোটা খুব প্রয়োজন দৈহিক কারনে
চোখ দুটিকে জোড় করে খোলে রেখেছি,
চুক্তিবদ্ধ যুক্তির কাছে হার মেনে
কেননা তাদেরকেও কিছুটা সময় দেয়া প্রয়োজন ;
সারাদিনের ব্যর্থ প্রচেষ্টার পর এখন ওরা অনেকটাই বিরক্ত
অথচ আমি জানি, আমার খোলা আঁখি পল্লব'ই ওদের জিওন কাঠি,
তাই চোখ দুটিকে জোড় করে খোলে রেখেছি
না হলে যে আরেকটা বসন্ত কোকিল ঊড়ে যাবে দুরে ;
এই টুকুন সময়ই যে  বরাদ্দ - রাত এগারটা থেকে কয়েক ঘন্টা যত ;
আমার ভেতরের লাল নীল গোলাপী পায়রা'রা দলবদ্ধ ।
বাকী টুকুন আমিত্বের অহংকারে সীমাবদ্ধ ।