আমরা সবাই এই বৈশাখে যাব মামার বাড়ি
আম কাঁঠাল আর খই নাড়ু'তে হবে পেট ভারী,
হাটে মাঠে দৌড় ঝাপ আর পুকুর ঘাটে স্নান
পড়াশুনা লাটে তোলে বকুল তলায় স্লোগান,
নতুন পোশাক কাড়াকাড়ি ভালবাসা লুকোচুরি
দিন দুপুরে চুরি চামারি জোস্নারাতে চাঁদ পরী,
আমরা যেমন রোজ বৈশাখে যাই  মামার বাড়ি
হাসি খুশী হৈ হট্টগোল শখ মেটাই কাড়ি কাড়ি।


তোমরা কিন্তু এই এখানে এখন যেমন আছো
এমন করেই থাকবে যেমন যুগ যুগ বাঁচো,
বোশেখ জৈষ্ঠ্য নাই বা এল বছর বছর ফিরে
খাবার তো চাই দুই মুঠো সব অভাবের ভীড়ে,
নাই বা পেলে নতুন জামা,আমার অনেক আছে
ছোট হবে যেগুলো  সে সবগুলো কোন কাজে !
তোমরা আছো বলেই না আমরা যাই মামাবাড়ি
ঘরদোড় বাগান বাড়ি কে করবে পাহারাদাড়ি !