আগুন ঝরা রোদ দেখেছ আগুন দেখা হয় নি তোমার
লাল পলাশের ফাগুন বনে ঝলসাবে আগ্ এইবার,
দহন জ্বালা বিশ্বজুড়ে ছাইবে নীল দিগন্তে
লগন মালা বইবে নতুন সব কালোর'ই অন্তে ।
হাতছানি ঐ করছ আড়াল বিষয় বিষের কড়াল গ্রাসে
মুর্চ্ছা যেদিন ভাঙ্গবে সেদিন আসবে জোয়ার উল্লাসে,
সর্ব্বহারার কঠিন চোঁয়াল চেচাচ্ছে ঐ কালের চক্রে
লাল নিশানের অগ্নি শিখা আসছে ধেয়ে আক্রোশে,
পরাক্রমের এভারেষ্ট বইছে ম্যাগমা বক্ষে
লাভা যেদিন ছুটবে সেদিন লাল বইবে গঙ্গা লাশে ।