রাত আকাশে মুখ ফ্যাকাশে মন উদাসে - চাঁদ
হয়নি দেখা অনেক বছর, আজকের দিনটি - বাদ,
প্রথম যেদিন লাল শাড়িতে মধুচন্দ্রিমার - রাতে
লোমশ বুকে মুখ লুকিয়ে দাড়িয়েছিলে - সাথে
সেই থেকে আর মেঘের কণা ঢেকে দেয়না - চাঁদ
বিছানার কোমলতার ধ্বংসাবশেষ আর - খাদ,
চাঁদ তারা গ্রহ নক্ষত্র ঐশ্বর্যের অনাবিল - রাতে
প্রায়োগিক গবেষনা দেহে সফল ক্লান্ত - প্রাতে,
বিষন্ন বিবশ প্রান বিচ্ছিন্ন নৈমত্তিক জৈবিক উত-পাদ
ফিরে দেখার ঊন্মগ্ন প্রেমে বৈরী মনের সঙ্গী আজ - চাঁদ ।