চলার পথে পরিপাটি প্রাসাদোপম বাড়ি
কপাট দেওয়া অন্তপুরে স্বপ্নসুখ বাহারি,
স্নিগ্ধ ভোরে শিশির সিক্ত আধফোটা গোলাপ
কৈশোরের "মাই হবি" স্মৃতিপটে অপলাপ,
পাশ কেটে দ্রুত বেগে চলে যাওয়া গাড়িটা
"টেষ্ট ড্রাইভ" নিতে যেতে ব্যর্থ প্রস্তুতিটা,
পথ চলা শেষ করে এখন ভীষন ব্যাধিগ্রস্থ
অতসব বেমানান আকাশ কুসুম অস্ত্বিত্ব,
মাঝেমধ্যে মনে হয় সাদা 'পাতা জুটবে তো !
লাবনীর গায়ের গন্ধ কলমটা লিখবে তো !
কেননা এখন আর আসেনা বসন্ত উপার্জনে
সাধ-স্বপ্ন-বিলাস সব যেন উপহাস জীবনে,
কূড়েঘর বাই-সাইকেল কাঁধে ঝোলা সাদাসিদা
ঈশ্বর দিয়েছে উপহার কৃপাভরা বাঁচার মর্যাদা ।