আমাকে ওরা ভয় পায় এড়িয়ে চলে
কেন জানেন তো ! ওরা দুব্বর্ল,
ওরা কারা ? ওরা স্বার্থপর স্বার্থান্বেষী
লক্ষ্য যাদের নেই, নীতি যাদের নামাবলী
ওরা তারা । ওরা সব সময় ছাই দিয়ে আগুন চেপে রাখতে চায়,
ওরা পাকা ডালিম কাঁচা রাখতে ব্যস্ত হয়,
আবার কখনো সখনো কাঁঠাল কিলিয়ে পাকাতে চায়-সেখানেও
ধুরন্ধর ধরা খায়, তবুও ওরা আমাকে ভয় পায় ;
অথচ আমি জানি, এখানেই আমার জয়
আমার লক্ষ্যের অবিচল পথা চলা যেন শেষ না হয়
আমি পিছু পিছু আগুসার হই
ঐ সমস্ত ধুরন্ধর স্বার্থপর স্বার্থান্বেষীদের ভিড়ে,
কেননা আমার পথ যে এটাই ।