রাত পোহাবে রাত পোহাবে এমন সকাল ভোরে
ভুতের বাড়ি ধুম লেগেছে কখন ফিরবে ঘরে,
              ভীষণ ব্যস্ত বিয়ে বাড়ি
              কঠিন ত্রস্ত  খবরদারি,
হান্ডি পাতিল সব গুঁছিয়ে যাচ্ছে যে যার ঘরে ।


একটা ভুত খুব খেয়েছে হয়নি যাওয়া ঘরে
আরেকটা ভুত না খেয়েই এমনি রইল 'পরে,
             পুবাকাশে রোদের ঊঁকি
             সকাল সতেজ ঝিঁকিমিকি,
চুপসে গেছে দুই ভুত মানুষ জনের খপ্পরে ।


এক জন সেই পেটুক টা'কে পোষতে নিল ঘরে
দুর্ব্বল টা' রইল পরে সেই পঁচা ডোবার ধারে,
            হবে কি আর খানাপিনা
            ডোবায় ভর্তি কচুরীপানা,
অনাদরে অনাহারে প্রবাসের ভুত গেল মরে ।


আর সেই পেটুক খাচ্ছে সবই মানুষের ভীড়ে
উৎসুকে জনতা তাকে দিচ্ছে খাবার পেটপুরে,
              নাদুস নুদুস চেহারা
             জমিদার এখন বেচারা,
রাতের বেলা ভীষণ কদর ভুতের ঘরে ঘরে ।


হায় বিধাতা ! তুমি দেখছি বিরাজমান সর্বত্র
ভুতের বেলা'ও নও ব্যতিক্রম, দুর্বলে অমিত্র ।।