কষ্ট !
তুই কি গাছের ফল নাকি যে
হাত বাড়ালেই পাব !
সেই যে কবে তারা হয়ে আকাশপাড়ে গেলি ।


চাঁদ যেদিন অভিমানে
আমার সাথে লুকোচুরি খেলে,
আবার যেদিন স্বর্নালী রূপ !
সবকটা দিনেই তোকে খুঁজতে গেছি ছাদে ।


জীবন থেকে মৃত্যুর মাইল ফলক
ইট পাথর বালি, কাকড় নূড়ি ধুল
চাওয়া পাওয়া উল্লাস উচ্ছাস
প্রতিবাদ বিক্ষোভ ,
বিয়োগ বিচ্ছেদ বিষন্ন বিদ্রুপ
উচু নিচু সমতল সুগম দুর্গম
এতকিছুর সমারোহ অথচ তুই !
একবার এলি না কেন ?


যন্ত্রণার বিলাসী নামে কোথাও তুর
এতটুকু ঠাঁই কি হলনা !
শুধুমাত্র গাল ভরা কঠিন শব্দের সমাবেশ
অথবা অভিধানের পাতা উল্টে নতুনত্বের উন্মেষ ।
কষ্ট ! কি কষ্ট ! তুর সন্ধানী সংশ্লেষ ।