সাহিত্য আজ কলঙ্কিত কালিমাখা মুখে
ধর্মের হুজ্জুতি তাতেই ফের মুখ ঢাকে,
মানবতার যতি চিহ্ন আঁকে সম্প্রদায়
শার্দুলেরা উৎসবে মাতে তীব্র ঘৃণায়,
বহুত্ববাদী সভ্যতা আজ বড় বিপন্ন
রক্তের হোলি খেলে জল্লাদ'রা  নিরুদ্বিগ্ন,
রক্ত লোলুপ হিংস্র পশুর উগ্র চাহনি
মগজের দগ্ধ ঘা'এ মৃত্যুর আবাহনী,
আকাশ মেঘের দেয়ালে কৃষ্ণার আঁধার
কলম থেমে যাচ্ছে বাড়ছে রিভলভার,
কালবুর্গি'রা লেখে বুলেটের ক্ষত বুকে
প্রতিবাদ প্রত্যাখ্যান চলছে চলবে শোকে ;
এরই মাঝে বেঁচে আছে মানবতা স্থির
ধ্বংস হোক কালনেমি'র ধর্মের জিগির ।।