বিতর্ক বিশ্লেষন যুক্তি তক্কো অন্বেষন
চারিদিকে রে রে করে আসছে ধেয়ে ঝঞ্ঝা বায়,
কে খায় ! কে যায় ! কে পায় ! কে কে ?
কাকে কোথায় কিভাবে ল্যাং মারা যায় !


সুর্য ঘুড়ে না পৃথ্বি ! চক্রবৎ প্রশ্ন
বিশেষ জ্ঞান, ইতিহাস, ভুগোলে দ্বন্দ্ব ;
বিশ্বাসের চওড়া দেয়ালে নোনা ধরা নুড়ি কাঁকর
খসে পরে ;  ধার করা লগ্নিতে মেরামতির মজুরী
বেশিদুর এগোয় না, ঝরে পরে ঝড়ে ঝড়ে ।


তবুও বাচালতা জিন্দাবাদ জিন্দাবাদ
বিশ্লেষন বিতর্ক চলতে থাক চলতে থাক ;
পদ্মার বুকে ইলিশ বাড়ে গঙ্গার পাড়ে বসতি
আদর্শ বিশ্বাস নিয়ম নীতি ধারাপাত নিপাত যাক ।