গায়ে তোমার হলুদের গন্ধ
দুধে চান করা কেশরাজী, পরনে বেনারসী
হাত পা নাক কান গলা সিঁথি এমনকি কটি অঙ্গ
ভূষণে ভূষিত সর্ব্বাঙ্গ ;
তুমি এলে, একটা হিমেল বাতাস নিয়ে
মিষ্টি আবেশ মেখে, স্বপ্নের শেষ সীমান্তে ।
আমি তখন রাজ আমলের শাহজাদা
গায়ে শাহী পোষাক মাথায় তাজ
চারিদিকে সুগন্ধি সুবাসিত কামরা
আবিষ্টে বিভোর আমি লগ্ন বিরাজ ;
পুষ্পরাজি করছে খেলা কোমল বিছানায়
সুশোভিত চারিপাশ রঙীন শামিয়ানা,
তুমি এলে, সলাজ হরিনী চোখের চাহনীতে
কিঙ্কীনির সুরধ্বনিতে -মোহান্ধ বুকে স্পন্দন দিলে,
নিমেষে পশ্বাধমের মতো মৃন্ময়ী রূপে
কালবৈশাখী এঁকে দিলেম, নিস্তব্দ নিলয় ;
নিথর দেহাঙ্গে আমার অসভ্য চোখ
হিমোগ্লোবিনের গন্ধ খুঁজে...সজীব উৎপল
ভাসে সরোবরে, শরতের ভোরে ।
খবরের ভীরে যখন ধর্ষনের হুড়োহুড়ি চলে
স্মৃতির পাতা আবছা আভায় বলে,
"একটা বাসর রাতের গল্প "।।