গলি রোডের বাম পাশটায় নিয়ত পথে যাত্রী
পাকা ড্রেইন, বিষাক্ত জল, আবর্জ্জনা......
গতবার পাওয়া গেছিল একখানা নবজাতকের কান্না ;
বর্ষা এলেই জল প্রায়শঃ উপচে পরে
পায়ে পায়ে ভদ্রলোকের, ভিক্ষুকের
আগেকার কাঁচ এখন বিবর্তনে প্লাষ্টিকের বোতল
ভেসে বেড়ায় অনাদরে ব্র্যান্ডেড মোড়ক নিয়ে
আভিজাত্যের ছোঁয়া লাগে কন্ডোমের ভীড়ে
কাকেদের মিছিলে পা মেলায় কিছু রাস্তার ছেলেমেয়ে...
চেনা দৃশ্যের প্রেক্ষাপট পাল্টে যায়
গলির মাথায় পাগলীর ঘরে অশ্লীল শব্দে ঊঁকি মেরে
সভ্যতার নগ্নরূপ এ মোড়ে বাস করে, অথচ......
......সরণি খচিত পাথরে ।
বৈশাখের জয়ন্তী, ডিসেম্বরের রক্তদান শিবির
মুখ্যমন্ত্রী অথবা তাঁর চেয়েও দামী প্রধান অথিতি
কেউ একবার ঊঁকি মারেনি সেই পাগলীর ঘরে,
যেখানে জমে আছে ড্রেনের নামী দামী মোড়কের
বোতল গুলো, কন্ডোম আর মিছিলের কাকেরা,অথচ......
......সরণি খচিত পাথরে ।
এ বছর বাঁদর নেমেছে পাহাড় বেয়ে
শুনেছি ধর্ণা দেবে, "মানুষ তোমার বিবর্তন,
আর কতদিন ! আর কতক্ষণ !
আসবে কি ভগবান !"
স্বর্গ-মর্ত্যের কোন সরণি বেয়ে !!