আকাশের তারা গোনা সে তো বাহানা
তারায় ভরা আকাশ যে বড় চেনাজানা,
জ্যোৎস্না এলে ছাদের 'পরে জেগে থাকি
অমানিশার আঁধার কালোয় মুখ ঢাকি,
জীবনের রুটিন আমার পাল্টে গেছে
গত বছর থেকে ।
দুধ রঙা ঐ শাদা শাড়িটা ফেনিল বাতাসে
আজও রোজ উড়ে আমার স্মৃতির রেখাপটে,
নীল টিপের সমারোহে কাজল কালো ভ্রু'তে
লাল সুর্য উঁকি মারে শিশির ভেজা প্রভাতে,
সেই থেকে এই ফাগুন অব্দি জমিয়ে রাখা
আমার স্বপ্ন হাসে ।
হঠাৎ কেমন পাল্টে গেলে পোষাক আষাকে
নীলাম্বরী মাথা ঠুকে জিন্সের হাল ফ্যাশানে
রঙীন চশমা চোখে শর্ট স্কার্টের মেকআপে
মর্কটী রূপ দেখে তোমার মোহ গেছে উবে,
সেই থেকে জ্যোৎস্না রাতের আকাশ আমার
ভীষন ভাল লাগে ।
অমানিশার এক কালো বিভীষিকার রাত
অঙ্কুরেই স্বপ্নভঙ্গের নীরব অভিসম্পাত
প্রেমময় সাংসারিক জীবনের ধারাপাত
উল্টে দিয়ে গেছে তোমার গোপন দৈবাৎ
এখন আকাশ আমায় হাতছানি দেয়
জ্যোৎস্নার ছোঁয়া লাগে ।
জীবনের রুটিন আমার পাল্টে গেছে
গত বছর থেকে ।
সেই থেকে জ্যোৎস্না রাতের আকাশ আমার
ভীষন ভাল লাগে ।
...............ফাগুন অব্দি জমিয়ে রাখা
আমার স্বপ্ন হাসে ।