আকাশ লাল ! সে তো ঈশান কোণে !
ঘন কালো মেঘ করেছে বার্তা বাতায়নে
দিগন্ত থরথর ঝঞ্ঝাবাতের শঙ্কা মনে ,
তিমির ধারা ক্রম বহমান কর্কট ক্রান্তির সীমান্তে
গর্ভাশয়ে ফুঁসছে লাভা বিমর্ষ পৃথিবীর ঘূর্ণ্যমান
প্রসব বেদনার আর্তনাদে হুঙ্কার ছাড়ে ভাবী জনক
দিগ্বীজয়ের নিশান হাতে রণডঙ্কা বাজায়
ক্ষমতার স্বপ্নিল ফানুস ভরা গড়ছে ইমারত ।
নৈঋত সাক্ষী সদা সম্ভাবনার আঁতুড় ঘরে
ঝরা রক্তের দাগ মুছে যায়না
কখনো কখনো প্রলেপে ঢাকে,
আগামীর সোনালী সকাল তোমাকেই দেব
তোমি সাক্ষী থেকো, সাক্ষী থেকো
যেমন আছো 'নিঃশব্দ নৈঋত' ।