আমি রবি-নজরুলের ঊত্তরসূরি
সুকান্তের উদ্দাম যৌবন,
মাইকেলের কপোতাক্ষ নদ
জসীমের "নিমন্ত্রণ" ।
জীবনানন্দ এসেছে ফিরে
আমার প্রতিচ্ছায়ায়,
বাগচী'র "কাজলা দিদি"
আমার ঘরে ঘুমায় ।
আমার 'চরে' বসত করে
বন্দে আলী মিঞা,
বরাল, মিত্র আমার মাঝেই
কামার -কুমাড় নিয়া ।
আমিও মুখ ঢাকি বিজ্ঞাপনে
যখন সামনে শঙ্খ ঘোষ,
আমিও লিখি "রক্তের ঋণে"
কবীর হুমায়ূনের উত্তরপুরুষ ।