প্রিয়ন্তীর পৃথিবীটা অসুস্থ না অস্বাভাবিক
যাচ্ছে মরে যাচ্ছে উড়ে ডুবছে সহ-নাগরিক,
খাচ্ছে গিলে স্ভ্যতাকে হাস্ছে আক্ষরিক
একটা শ্রেনী কাতরাচ্ছে ইচ্ছে আন্তরিক ।
এই পৃথিবী অনু'র কাছে ভীষণ আধুনিক
নিউক্লিয়াস রসায়নে চাঙ্গা দিগ্বিদিক,
কষছে হিসাব বসছে নবাব নিত্য নৈমত্তিক
দিচ্ছে জবাব বলছে অভাব সম সাময়িক ।
আকাশ রাঙা মিসাইলে বাতাস বে-রসিক
রাজার কথা তুচ্ছ এখন রাজাধিরাজ অভীক,
এই বুজি সেই মাহেন্দ্রক্ষন, কম্পমান পথিক
প্রকৃতি চোখ বুজে হাসে স্রষ্টা তার অধিক ।
অন্তরীক্ষের অসীম কালো ভালো যখন অলীক
অতল সাগর লূকায় তখন কালের গর্ভে অষ্মিক,
বিস্ময় বিস্মৃত হয় নিয়ত নিরীক্ষণ নিয়মতান্ত্রিক
বাঙ্ময়ে বিজিত নিরপেক্ষতা ধর্মে অপ্রাসঙ্গিক ।