মানুষ পাখায় উড়ে বিস্তৃত গগনে
ফানুস বানায়, পুড়ে উদ্ভূত আগুনে,
বিপন্ন মানুষ কাঁদে সখাত সলিলে
উড়ন্ত মানুষ নেই আকাশ সুনীলে  ।


বিমল আকাশ হাসে ফুটন্ত সকালে
কোমল বাতাস বয় দুরন্ত অকালে,
বিষন্ন বদন পাখি বিমুক্ত অনিলে
খেচর ভূচর প্রানী অক্ষত অখিলে ।


বসন্ত বাহার রাগে চড়ছে সানন্দে
সাগর পাহাড় দেখ নাচছে আনন্দে ,
মরছে মানুষ ঘরে মরার আতঙ্কে
চলছে বেহুঁশ স্বার্থের শুমার অঙ্কে ।