ঘিলাতলীর গোলাম আলীর স্বপ্ন বহুদিনের
ধর্মসভায় যাবে এবার  নিজামুদ্দিনের,
বাসন্তী রাত পূর্ণিমার চাঁদ সাক্ষী রেখে ভোরে
রওনা দিলেন দিল্লী যাবেন আকাশ পথে উড়ে ।
মাহফিল হল ওয়াজ হল, হল অনেক শিক্ষা
খোয়াব পূরণ সোয়াব হল, হল ত্যাগ তিতিক্ষা ।
প্রানের প্রিয় বিবির জন্য গোটা পাঁচেক শাড়ি
মেয়ের জন্য কিনল ফ্রক, এবার যাবে বাড়ি ।
লাল কেল্লা কুতুব মিনার জামা মসজিদ ঘুরে
তাজমহল হয়নি দেখা লক ডাউন দেশ জুড়ে ।
দিল্লী বড়ই আজব শহর, দেশের রাজধানী
ঘুড়ে ঘুড়ে দেখল মিঞা রইল অসাবধানী ।
মনের মধ্যে অনেক শান্তি এবার বেহেস্ত যাবে
নিজামুদ্দিন যায়নি যারা তারা দোজখ যাবে ।
ফিরল গ্রামে অনেক সুনাম সবাই করল সালাম
ইসলামের সুন্নাত দিল , দিল ছোঁয়া গোলাম ।
করোনায় আক্রান্ত আজ গোলাম সহ তার গ্রাম
কেউ জানত না কোন দিন এই রোগের নাম ।
ওপাড়ের স্বর্গ নরক এখন বুজি এপারে
আস্ত গ্রাম মরছে আজ গোলাম আলীর চক্করে ।
দেশে এখন মহামারী বিপর্য্স্ত দুনিয়া
তাইতো বলি কেউ যাবেন না ঠিকানা ছাড়িয়া ।
বিধি নিষেধ মেনে চলুন সতর্ক সাবধানে
দেশের ভালো দশের ভালো, ভাল আপনজনে ।