দাদা বাবুর মাথায় টাক , রাখ ঢাক নাই
চুল গুলো সব উড়ে হলো,  উল্টো কড়াই
একটা দাঁত ফোকলা তো একটা সোনায় বাঁধা
কথা বললে মনে হয় , সবই গোলক ধাঁধা ।
পেট চলে তার আগে আগে , পিঠে ঝুলে ছাতা
দেখলে সবার মনে হবে গোপাল ভাঁড়ের কথা ।


শাশুরী মায়ের নেমতন্ন , ষষ্ঠী দেবে কষ্টে
হোক না যতই বয়োবৃদ্ধ , জামাই কিন্তু বটে ।
ছ'শ টাকার তাঁতের শাড়ি, দু'শ টাকার মিষ্টি
একশ টাকা গাড়ি ভাড়া, হাজার টাকার লিষ্টি ।
দাদা বাবু নামলো এসে শশুর বাড়ির গেইটে
অমনি বাঁধা দিল একটা মস্তবড় কেউটে ।


সবার আগে করল এসে  প্রনাম শ্মশানে
শশুর কবেই চলে গেছে শুধুই স্মৃতি ঊঠানে,
পূজো হল ষষ্টী নিল ভক্তি ভরে হৃদয়ে
এবার হবে ভুরিভোজ ইলিশ-পাঁঠা দিয়ে ।
খাবার পাতে ভিরমি খেল হায় কি সর্বনাশ
কি হল জামাই বাবার, নিচ্ছে না তো শ্বাস !


অনেক কষ্টে ভাগ্য দৃষ্টে জামাই বসল উঠে
গলায় কাঁটা লুকোতে গিয়ে তাল গেছে কেটে ,
অবশেষে খালি পেটে ধুতি একটা নিয়ে
ঘরে ফিরল দাদা বাবু, ষষ্টী আড়ি দিয়ে,
সেই থেকে আর এই বাড়িতে হয় না পূজো ষষ্টী
বার বাসে বার'ই পার্বণ , হয়না তেরোর কৃষ্টি ।