আসছে পূজো যাচ্ছে পূজো
হচ্ছে পূজো বারোমাস,
শরতের এই দুর্গা পূজো
বাঙ্গালীদের উচ্ছ্বাস ।
দুর্গা আসে কালী আসে
কার্ত্তিক গণেশ আশেপাশে,
লক্ষী সরস্বতী আসে
কলাবউ কম কিষে !
মহাদেব স্ব-মহিমায়
মহিষ-অসুর, বাহন বিশেষ ,
একাও আসে সবাই
শারদীয়ায় সবিশেষ ।
কারো ঘরে আলোর রোশনাই
কারো কারোর সর্ব্বনাশ,
কেউবা করে বাজার হাট
কারোর ভাঙ্গে বিশ্বাস ।
চাঁদার জুলুম দাদার হালুম
পাড়ায় পাড়ায় ব্যস্ততা,
কাঠে বাঁশে বেমালুম
জুড়ছে প্যান্ডেল নির্মাতা ।
লিখছে কবি, আঁকছে ছবি
কেউ দেখাচ্ছে হৃদ্যতা,
কারো ঘরে বিষাদের সুর
বাবা মায়ের রিক্ততা ।
কচিকাঁচার মুখে হাসি
কিশোর চোখে স্বপ্ন,
যুবাদের পরিকল্পনা
অভিভাবকের ভিন্ন ।
পুরোহিত নির্ঘন্ট খুঁজে
কারবারি কারবার,
কুমোড় পাড়া সুজোগ বুজে
দর কষে বারবার ।
বড়ই উদার মায়ের মন
দশ দিকে দশ হাতে বাটে,
কেউ পায় কেউ বঞ্চিত হয়
দুর্ভাগ্য সৌভাগ্যের ঘাটে ।