জৈষ্ঠ্য বিকেলের হলুদ রোদ
যেন কাঁঠালের কোষ
ক্ষারজলে বেড়ে উঠা
ফণীমনসা অকলুষ
গেরস্থের শেষ রাতের স্বপ্ন
অঘ্রাণের পাকা ধান
পোয়াতি মাছের পেট
চৈতালি গাঙ
--নিয়ে যখন এলি মোর আঙিনায়
হেলেদুলে হাসলো তালগাছ,
ঈশানের আকাশ রেগে
বাতাস ঝড়ের বেগে
পাঠালো ঘরের দোরে, আমি বারান্দায় ।
অর্কিডের টব ঝোলে
দুটো কাক মগ ডালে
মেঝেতে একটা বিড়াল ছানা ।
বুকশেলফ ভরপুর
চৌবাচ্চা টইটুম্বুর
ঝরা শিউলীতে রাঙা বিছানা ।
ভৈরবী রাগ সেঁতারে
অবিশ্রান্ত বেতারে
মন্দিরে মন্দিরে ঘণ্টা,
পাশ ফিরে দেখি তুর
ছায়া নেই, স্মৃতিমেদুর
আশ পাশ খোঁজে চোখ, ভারাক্রান্ত মনটা ।