তুমি রাতে এখন প্রায়ই
চুপিচুপি  ঘরে ফের,
ভালবাসি বলে, ভাল বাসতে গিয়ে
টের পাই, তুমি অসুস্থ।
পুষিটা মেঝেতে এম্নিতেই শুয়ে থাকে
অথচ আগে সে বিছানায় রাজত্ব করত।
আজকে দ্বিতীয়ার চাঁদ বেশ আগে আকাশে
আর্কিমিডিসের "ইউরেকা - ইউরেকা"
স্টাডি রোমে ভাসে।
আমি পূর্ণিমার দিন তারিখ লগ্ন দেখেছি পঞ্জিকায়
তুমি কৃষ্ণপক্ষের পক্ষে আমি শুক্লায়।
আমাদের গৃহ প্রবেশ আর বোধহয়  হবে না
তদুপরি ভাইয়ের সঙ্গে শলা করা শেষ হয় না,
পুষিটাকেও তারিয়ে দিতে পারি না
একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে চলি বলে।
তোমার যত রাতে ইচ্ছে বাড়ি ফের
আমি টমি'কে শিখিয়েছি চুপচাপ থাকতে।
মাইনে বড় বালাই,  নইলে যে না খাই
তাই তো এখন আর ভেদাভেদ নাই
পুষিতে -টমিতে,
তোমাতে আমাতে,
পূরুষে নারীতে।
একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে চলে যাই
হাসি মুখে ভালবাসি,  ভালবাসা বিলিয়ে যাই।