তোর পাশে আজ রয়েছে গোটা আকাশ,
চলেছি আমি অন্ধকারের যাত্রি
তোর পাশে আজ রোদ্দুর ঝলমল করছে
আমার পাশে অমাবস্যার রাত্রি।


তোর দিকে আজ চেয়েছে গোটা বিশ্ব-
তুই হলি আজ সবার কথা রোজ
আমার সামনে খোলা আছে দিক ভ্রান্ত
নেই তাতে কোনও আগামি পথের খোঁজ।


তুই চলিস সামনের দিকে চেয়ে
যেদিকে রয়েছে তোর স্বপ্নের রূপ
পেছনে তাকানোর অভ্যাস নেই তোর
তোর বিরুদ্ধ্বে সমস্ত মুখ চুপ।


আমি চলি আজ পথের দিকে চেয়ে
পাছে কখনও গর্তে পরে না পা
এক পা বাড়িয়ে দশবার করে ভাবি
তবু পা বাড়িয়ে পিছু হটাই না।


ছোট ছোট পায়ে এগিয়ে যাবই আমি
খুজে নেব এক নতুন চিন্তাধারা
নতুন পথের নতুন করে চলা
দিনান্তে ঘর পাবই পথের সারা


এমনি করেই কাটবে সময় কঠিন
আস্তে আস্তে হবে অবিরাম পথ চলা
চলছে চলে দিন, চলছে চলে রাত
শুরু হবে ফের স্বপ্ন দেখার পালা


সেই স্বপ্ন যখন বাস্তব রূপ নেবে
সারা বিশ্ব তখন জানবে সত্যি বেশ
তোরও তখন মিথ্যের বুলি মুখে
সাফল্যে তোর অন্য হিসেবনিকেশ


বুঝবি সেদিন তোর জীবনী যবে
বইয়ের তাকে থাকবে সটান তোলা
হাজার চোখের জলে ভাসলেও তোর
থাকবে না কাছে স্বপ্নের ফেরিওয়ালা।