প্রদীপের মত জ্বলতে জ্বলতে এক সময় আমি নিভে যাই
আর ঠিক তখনই কেউ এসে আমাকে আবার জ্বেলে দেয়।
দেহ আর মন মানুষের মধ্যে থাকলেও এদের চাওয়া পাওয়া এক নয়।
নারী পুরুষ একে অপরের জীবন সঙ্গী হয় কিন্তু দেহ ও মন এক সাথে পায়না।
কেউ দেহ পায় মন পায়না আবার কেউ মন পায় দেহ পায়না।
তবে এটাই বাস্তব, দেনা পাওনার হিসাবেই জীবন।
এখানে  এসব প্রশ্ন নয়, প্রশ্ন হল কে আমাকে জাগিয়ে তুলে।
পিছনের দরজায় কে দাড়িয়ে আমাকে সামনে এগিয়ে দেয়
তার চাওযা নেই পাওয়া নেই আমাকে নেড়ে চেড়েই যেন তার সুখ।
তার মনটা আমার বলেই তার দেহে থাকে না, থাকে আমার ছায়া হয়ে।
যদি জানতে পারি মেঘের আড়ালে চাদটি কে
সেদিন আমার কবিতায় বৃষ্টি হবে মনের খাতায় সে হবে গানের স্বরলিপি।