আহ্বান
মোবারক হোসেন
অবসরে এসো আমাদের গ্রামে
সবুজের মাঠ আছে
সান বাধানো ঘাট আছে
জোনাক জ্বলে বাশবনে,
মন ভরাবে প্রান জুড়াবে
নদীর কলতানে।
কি যে রূপ অপরূপ
যদি দেখ চোখে
দীঘির জলে পম্ম ফুলে
দাগ কাটিবে বুকে।
টিনের চালে কবুতরের ঘর
আছে সারি সারি
লাউয়ের মাচা দেখিতে পাবে
প্রত্যেক বাড়ি বাড়ি।
আসবে যখন পাবো সাড়া
ইষ্টিকুটুম ডাকবে অবাদে
পিঠা পায়েস নাস্তায় পাবে
তারই খবরের সুবাদে।
গাছের ছায়ায় পাবে তুমি
বাতাসের মধুমাখা ঘ্রান,
শিল্পীর মত মুখে আসিবে
গুন গুনিয়ে গান।
ঘুমিয়ে পড়িবে পশু পাখি
জাগিবে মহা নিশি
ভোরের আলোয় দেখিতে পাইবে
শিশিরের সাথে তুমি
একাকার হয়ে গিয়েছ মিশি।
আমাদের গ্রাম কভু যদি
লাগে তোমার ভাল,
কানায় কানায় পূর্ন্ করিতে
রেখে যেও কিছু আলো।