স্বপ্নের আলো জ্বলেনি বাস্তবে,
সুখের দেখেছি বার মাস জ্বর।
জীবনের অলিগলি ঘুরে,
একলা আমি সময়ের কন্ঠসর।
সময়ের কাছে জিম্মি এখন
ভাগ্যের কাছে নির্ভর,
আমার আমিতে যতটা চাষবাস
আসলে জমিটাই অনউর্বর।