অন্যায়ের আড়ালে উত্তম
অধমের আড়ালে রুস্তম
কাঁদে প্রান হিয়ায় রশি টান
অতিষ্ঠ মেঘ নিঃশেষ প্রান
সূরয্যের তেজে হাসে মরুদ্যান।
মননে যাহার নিত্য বসত
ভয়ের হামেশা উদ্বেগ
হয়তো নয় অকারন
ঘটনা রোধে বাড়ে গতিবেগ।
কাঁদতে জানি হাসতে জানি
ভয় কি ভবে আর
সুখ দুঃখ আসবে যাবে
খোলা জীবন দ্বার।
কানে শুনা চোখে দেখা
মনের কারুকাজ
ওদের মত ওরা স্বাধীন
জীবন আমার অমূল্য নয়
করে রাখি ভাজ।