আমি ফুরিয়ে যাবার আগে
নয়নে নয়ন রেখে
তোমায় দেখিতে মনে সাধ জাগে।
জানি তোমার এতে সাধ নেই,
কথা দিলাম ভুলে যাব তোমায়
তার পর তুমিও মুছে দিও আমায়;
মরিলে আমি,রেখনা মনে-
দেনা পাওনার হিসাব
এখানেই রেখ দাঁড়ি টেনে।
আমার দেওয়া,কোন ব্যাথা-
কখনো উসকাবে তোমায়
অভিশাপে বাড়িওনা কোন কথা।
আমি নিঃশেষে,ফুরিয়ে যাবো-
গায়ের ধুলো ঝাড়ি
বৃত্তের বাহিরে নিরব রবো।
তুমি এখন প্রেমের অমৃতে নেই,
আছ রঙিন মোহের পিছু
ফিরে এসো মানবতায়
তুমি নাও যতটুকু চাও
অন্যকেউ দাও কিছু।