নদী তুমি যাচ্ছ কোথায়
গান গেয়ে রোজ ভাটিি
একটু দাড়াও জিরিয়ে যাও
দিব শিতল পাটি।
আমার মনের অনেক কথা
হয়নি বলা কারও
বলবো তোমায় প্রান খুলেে
একটু খানি সময় দিতে পারো?
এই যে আমি ছুটছি পিছু
জীবন নামের ট্রেনে
সঙ্গে আছে যাত্রী তারা
আপন করে নেয়না কেন মেনে।
সুখের সঙ্গে হাসে তারা
কাদেনা তো দুখে,
ভেঙ্গে চুরে বুকটাকে মোর
শান্তনা দেয় মুখে।
তোমার মত তাই হতে চাই
তাকাবোনা আর পিছু
বুকের দুপাড় তবুও
রেখে যাব তাদের জন্য কিছু।