ফল পাকলে মিঠা আর মানুষ পাকলে তিতা
সেই কবে শুনে ছিলাম ছোটকালের কথা।
সেই কথাটা সত্য হল আজকে চোখের জলে
বৃদ্ধাশ্রমে গিয়ে ছিলাম কোন অলক্ষণে
শিশুর মত দুষ্টমি নেই তবুও তারা শিশু।
ডাষ্ট বিনে সাজিয়ে রাখা দামি ফুলের কিছু।
জ্ঞানী হয়েও আজকে তুই করলি একি ভুল,
যে নদীরে মোহনা দেখাতে উজাড় করিয়া
আজ হয়েছে তারা ঝরা ফুল,
সেই নদীই আজ তাদের ভেঙ্গে দিয়েছে কূল।
ছোট থেকে বড় হলি স্নেহ মমতা সবই পেলি
তাদের জন্যই আজকে তোর যশ খ্যাতি সন্মান
জন্মদাতা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে
তার দিলি প্রতিদান।
কেরে অধম দিলি না তুই এমন রত্নের দাম
মানুষ হতে মুছে দিলি নিজেই নিজের নাম।