আইননেতে দেশ চলে
সুরকারের সুর ধরে শিল্পী বলে গান ।
ঢোল বেহালা একই তালে জুড়িয়ে দিবে প্রান।
পশু পাখি প্রানীকূলকে যদি কর অনুভব
কিচির মিচির বউ কথা কও একই তাদের বর।
নিয়ম মেনে চলছে সমাজ রীতিনীতি প্রকৃতি আর যত
কবি কিন্ত হয় না জেনো ঠিক তাদেরই মত।
অবুঝ শিশুর মত করেই বায়না তাদের মনে
পাখি হয়ে উড়তাম যদি নীল আকাশের পানে।
হাজার মানুষ অনাহারে মরছে মানুষ গণ হারে
কি কারনে কেমন করে কেউ না যখন ভাবে,
নিয়ম হারা ছন্ন ছাড়া তাকেই তুমি পাবে।
মেঘের মত দুঃখ পুষে বুকের ভিতর আকাশ ভরা যাদের,
নারীর মায়া টাকার ছায়া এসব থেকে দুরে যারা
মানবতার সমাধিতে কবি বলো তাদের।