যদি ফিরে আসি আবারও কাছাকাছি
আমার আলো নিঃশেষে
তোমার আলোয় আলোকিত হবো
শত অবহেলায়ও রবো পাশাপাশি
তুমি বিস্মৃত হবে কাছে পেয়ে নয়,
বাসি ফুলে সুবাস ফুরালে যা হয়।
ইচ্ছে নাই ফিরে যাই তবুও মানি বিধিলিপি
কষ্ট চেপে রাখি তবুও মারে উকি
কি আর করা মনের ঘরে নাই যে তালাচাবি।
এই যে তুমি এই যে আমি
একই বৃন্তে ফুল
একই পথে হাটা শুরু
অথচ আজ ভিন্ন পথে
কার কতটা ভুল।
তোমার জন্যই নিঃস্ব আমি
তোমার জন্যই আজকে আমার
খোয়া গেছে সবই,
অমঙ্গলে থেকেও তবু
তোমার মঙ্গল ভাবি।
তুমি যদি সুখে খাক
বাচবে ভালবাসা।
আশার মাঝেই আশার মরণ
না হোক কাছে আসা।