টুনটুনি গো পাখি,নাচতো দেখি!
নারে বাবা নাচবো না
পড়ে গেলে বাচবো না।
তোমার ছিল বেজায় সাহস
রাজার সাথে লড়াই,
সাত রানীর নাাক কাটলে
ঢাল তলোয়ার ছাড়াই।
আজকে তুমি ভয় কাতুরে
নামের সোনাম,বাকি সবই মেকি!
টুনটুনি গো পাখি,নাচতো দেখি!
নারে বাবা নাচবো না
তোমার কথায় রাগবো না।
তখন মানুষ ছিল বোকাঁ
তাইতো দিছি ধোঁকা,
এখন মানুষ খুব সচেতন
ডিজিটালের পোকা।
পানি দিয়ে গিলবে না আর
একেবারেই জবাই,
দেখাবো না বাহাদুরি
যতই ঝাড়ো ছাপাই।