কাদির পুলিশ খুবই খবিশ
অনেক টাকা তার,
বার বার সে ঘুষ খেয়ে যায়
তবুও পায় পার।
বউটা তার লক্ষি ছাড়া
টাকা চায় সে কড়া কড়া,
তাইতো সে নিজের মধ্যে
বেচে থেকেও মরা।
ঘুষের টাকায় পকেট পুরে
ফিরছিল সে বাড়ি,
ভিক্ষুক একটা সামনে এল
মুচকি হেসে হাতিয়ে কখান দাড়ি।
ঘুস খাসনে জেলে যাবি,
তখন তোর আপন জনরা যাবে ছাড়ি।
পাপের ভাগি কেউ হবে না
তোকেই থাকবে ঘিরে,
আমার কথা ভেবে দেখ তুই,
আয় আলোর পথে ফিরে।
কাদির মিয়া যায় চমকিয়া,
ভাবতে থাকে ধীরে,
বেহক টাকায় সুখ নেই
সত্যি কথা হায়-রে।
এতদিন সে বেহুঁশ ছিল
আজকে হল হুঁশ,
মন্দ একদিন ছন্দ পেল
ছারলো সে ঘুষ।