হতাশাতে বলতো বাবা
এ সংসারে কষ্ট কবে যাবে
যেমন তুমি ছন্ন ছাড়া
ঘোড়ার ডিম হবে!
মায়ের মুখেই প্রথম শোনা
আজব বস্তুর নাম
সে দিন থেকেই ভাবনা আমার
এমন বস্তুর না জানি কি দাম।
হাসের ডিম আর মুরগির ডিমে
মন ভরে না,
ঘোড়ার ডিম খোজি
আবাল বৃদ্ধ কেউ দেখেনি
জবাব সুজা সুজি।
শেষ ভরসা ঘুরে ফিরে
এলাম মায়ের কাছে,
প্রশ্ন করি,ঘোড়ার ডিমের এত সুনাম
বাস্তবে কি আছে!
বড় হলে সবই জানবে
তবু বলে যাই
নামে আছে বাস্তবে নাই
মন্দ কাজে দাম খুজে পাই।
এমনি এমনি জন্ম নেয়
কেউ পেটে না ধরে
সুযোগ বুঝে ঠায় নিয়েছে
বাঙ্গালীদের ঘরে।