সুপথে দুর ভাল
রূপের মন্দ দোষ কি!
যদি হৃদয়ে থাকে আলো।
সুপথ বানালো যে পথিক
ইতিহাস ধরে,
রূপহীন হলেও তাহার র্কীতি
রূপবান হয়ে ইতিহাস গড়ে
মানুষের গভীর অন্তরে।
জন্মালে চারা গাছে
যদি ঢালো জল
প্রতিদানে পাবে তুমি
রসে ভরা ফল।
তুমি যদি নাই পাও,প্রতিদান তার
তোমার পরে যে জন্মাবে
তোমার কর্তব্য,ওটা তার অধিকার।
চল পথ ধরি কল্যানের খুজে
পথ হোক যতই আকাবাকা
চলি মুখ বুজে।