সাধ নেই বেচেঁ থাকা অনর্থক নির্বাসনে
এই পৃথিবী লোকারন্য আমার কাছে জনশূন্য
জন আছে মন নেই,চোখ আছে সুদৃষ্টি নেই।
রূপের বাহারে সবাই মগ্ন,গুনের সমাদরে উদাসীন্।
আপন যারা পর,নরগময় ঘর
স্বপ্ন বুনি,হয় দুঃস্বপ্নের বালুচর।
হতাশা, কষ্ট আর বেদনা কানায় কানায় পূর্ন
না পাওয়া অনেক,পাওয়ার হিসাব সবটাই শূন্য।
যেখানে অপরাধে নেই অনুসূচনা সেখানে
বাচাঁ নয় সব বির্সজন।