সাগরের নোনা জলে
র্সূয়্যের আলো,
নীল জল কোলাহল
দুর হয় কালো।
কি যে সুখ অপরূপ
বাতাসের ঘ্রানে,
কে যেন কেঁদে যায়
হাস্য কলতানে।
মনের শূন্যতা ভরাতে যাই
সাগরের কাছে,
তাহার হাহাকারে শান্তনা মিছে।
র্সূয সাগর জল
অনেক তফাতে,
তবুও মনে হয়
মিশে তারা আছে।
মিল যদি মনে থাকে
দুর নয় দুরে,
নিজেকে চিনিনা বলেই
সুখকে খুজে বেড়াই
অন্যের ঘরে।