নদীর এপাড় আমার বাড়ী
ওপাড়েতে তার,
দুজনকেই মিলিয়ে দেয়
খেয়া পারাপার।
নৌকার মাঝি বেজায় পাজি
বৈঠা চালায় জোরে,
পাশে বসেও মনের কথা
হয়নি বলা তারে।
রোজই আমি তাহার টানে
ওপাড়েতে যাই,
সেও ঠিক আমার মত
এপাড়েতে প্রায়।
তাহার কথা জানিনা ঠিক
আমার মনটা ফাদে,
নদীর জলে তাহার মুখটা
ভেসে উঠে খানিক বাদে বাদে।
এমনি করেই দিন কেটে যায়
চোখের দেখা সাড়,
মনের খাঁচায় সুখ পাখিটা
ডুকলো না যে আর !
এমনি করেই ফুরুৎ একদিন
পাইনি দেখা তার
প্রথম প্রেমের স্মৃতি কথায়
সরাই মনের ভার।