পদ্য আমার সদ্য ভাসে শিশির ভেজা ঘাসেতে
পথের দিশা ডাকছে হেকে গদ্য দেখ নাচেযে !
সমাজ নীতির কালো রেখা মুখ ভারী ইশারায়,
বুক পকেটে কলম হাসে দীঘির জলের ইশারায়।
সুখী হতে সুখী করতে আজকে যাদের ভাবনা;
দোষকে এসো ঘৃনা করি দোষীর কথা থাকনা।।
গাছের ঢালে যে পাখিটা গাইছে মধুর গান,
আনন্দ নয় বুঝবো তাহার  মনের চাওয়া,
আসলে তা সূধা নাকি অতিষ্ঠ প্রান।
অত্যাচারির দুয়ার বন্ধ,কমে আসছে গায়ের গন্ধ;
সময় এখন বলছে কথা,স্বাধিনতার ঘুরছে যাঁতা।