আজকে আমার জন্ম দিন
খুজছি যখন কেক;
পিছন থেকে ডাক দিয়ে কে
করলো আমায় ব্রেক !
তাকিয়ে দেখি কোলাব্যাঙ
বলল আমায় হেসে,
প্রতি বছর কাটালে তো
স্বজন প্রীতির দেশে ;
এবার এসো আমার সাথে,
আছে সবাই অপেক্ষাতে
দিবে সেলিব্রেটি ।
কচ্ছপ আছে সাপ আছে জোনাক আর
কাঠবিড়ালী তারাও এসে হাজির।
ওরে বাবা অবাক করা
জমকালো আয়োজন,
টুনটুনিটা টুনটুনালো
মোমবাতি প্রয়োজন ।
জোনাকী এগিয়ে এল
কি প্রয়োজন তার
আমান আঁলোয় রাঙ্গিয়ে দাও
জন্ম উপহার।
মনের মাঝে কভু যদি
আঁলো না ছড়ায়,
মোমবাতির আঁলো তো
লোক দেখানো বড়াই।
বক্তিতাতে প্রথমেই কচ্ছপ এল মঞ্চে
অল্প কথায় শেষ করলো,
চলবে তুমি আমার মত র্দৈয্যে।
সাপ এলো, বলল ফনা তুলে
আমার কথা মনে রেখ
নইলে তুমি যাবে রসাতলে।
কারো তুমি ক্ষতি না করো,
করো ফুস ফাস
ভাববে তুমি অসহায় নও
থাকবে তোমার দাস।
কাঠবিড়ালীর মাথা ব্যথা
বলল অল্প যথা,
গুনীর কথা সদাই শুনো
নইলে পাবে ব্যথা।
সব শেষে কোলাব্যাঙ
সভাপতির বেশে;
আড় চোখে তাকিয়ে আমায়
বলল হেসে হেসে !
মানুষ যদি মানুষ থাকে
শান্তি প্রানী কূলে,
আজকে তাই পেশ করলাম
তোমার জন্ম দিনে।।
১৯/০৮/২০১৬