সফলতা দেখিবে যখন নিজ সরূপে
প্রকাশ পায় তাহা অহংকার রূপে;
নিহিত কল্যান যখন র্সব সাধারনে,
তখন মানুষ তাহা র্গব বলে মানে।
যে কাজে কল্যান নিহিত দেশ ও দশের;
দেশ প্রেম তারে বলে র্কণদ্ধার দেশের !
নিজেকে উজাড় করে দেশকে যে গড়ে
খ্যাতিমান তারে বলে,
সন্মান আসে তার ঘোড়ার পিঠে চড়ে।
অহংকারে ধ্বংস, পরিশেষে মনূষ্য মঞ্চে লাঞ্চিত
গরবে ভাসে বুক
অন্যের মাঝে কল্যানের বৃক্ষরোপন
সমাজে আসে সুখ।
দেশ প্রেমে একতা
জাতির প্রকোষ্ঠে প্রাচীর,
বিভেকের মঞ্চে নিরপেক্ষতা উদীয়মান
র্দুবল সবল হওয়ার দৃঢ় প্রত্যয়ে বাধে বুক।